নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, কৃষকদের সুবিধার্থে সংসদে তিনটে বিল পাশ হতে চলেছে। ফসল উৎপাদন এবং তা রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে সরকারের এই পদক্ষেপ কৃষকদেরকে সাহায্য করবে। কিন্তু কংগ্রেস এর বিরুদ্ধাচরণ করে চলেছে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম এবং দ্বিতীয় কার্যকালে যেসব গরিব, কৃষক, শ্রমিক, বঞ্চিত এবং শোষিতদের সমাজের মানুষদের মূলস্রোতে ফেরানোর জন্য কাজ করে গিয়েছেন।এই সকল মানুষদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রের তরফ থেকে পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঠিক একইভাবে কৃষকদের সুবিধার্থে তিনটি বিল পেশ করা হবে সংসদে। এই তিনটি বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার চর্চা হবে।ইতিমধ্যেই তিনটি বিলের মধ্যে অন্যতম অত্যাবশ্যক পণ্য (সংশোধিত) ২০২০ গত মঙ্গলবার লোকসভায় আলোচনা হওয়ার পর পাশ হয়।বাকিগুলির উপর আলোচনা হবে।কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য এই তিনটি বিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কৃষকেরা অত্যন্ত দ্রুতগতিতে নিজের ফসলের দাম পাবে। দূরদৃষ্টি সহকারে এই বিলগুলিকে তৈরি করা হয়েছে। এই বিলগুলির বিরোধিতা করে কংগ্রেসের দ্বিমুখী নীতি প্রকাশ্যে চলে এসেছে।সব বিষয়ে কংগ্রেস রাজনীতি করতে তৎপর।রাজনীতি ছাড়া কংগ্রেস আর কিছু চেনে না ও জানে না।