জম্মু, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় প্রাক্তন মন্ত্রী তথা ডোগরা স্বাভিমান সংগঠনের প্রতিষ্ঠাতা চৌধুরী লাল সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। চলতি বছরের জুন মাসের একটি দুর্নীতি মামলায়, চৌধুরী লাল সিং দ্বারা পরিচালিত এডুকেশন ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই দুর্নীতি মামলার তদন্তেই মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালায় সিবিআই।
উল্লেখ্য, ২০১৮ সালে কাঠুয়া ধর্ষণ মামলার প্রেক্ষিতে বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিং। এরপরই ডোগরা স্বাভিমান সংগঠনের প্রতিষ্ঠা করেন তিনি। সিবিআই অভিযান প্রসঙ্গে চৌধুরী লাল সিংয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।