নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ খোয়াইয়ের তবলা বাড়ি এলাকায় হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ হেরোইনসহ আটক ব্যক্তির নাম গৌতম দাস৷ তার বাড়ি লাল টিলা এলাকায়৷ তার কাছ থেকে কুড়ি কৌটা হেরোইন উদ্ধার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায় উতমদাস নামে ওই ব্যক্তি এলাকায় হিরোইন বিক্রি করতে গিয়েছিল৷
তাকে দেখে স্থানীয় জনগণের মনে সন্দেহ দেখা দেয়৷ ইতিপূর্বেও সে ওই এলাকায় নেশাজাতীয় সামগ্রী বিক্রি করেছে বলে খবর৷পুনরায় ওই ব্যক্তি এ এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতে গেলে স্থানীয় জনগণ তাকে আটক করে থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে এসে হেরোইনসহ ওই ব্যক্তিকে আটক করে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷