আইজিএম হাসপাতালে হাতেনাতে ধৃত প্রতারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা আইজিএম হাসপাতালে বহুদিন ধরেই একটি দুষ্টচক্র কাজ করছে৷ দীর্ঘ ধরে এই অভিযোগ উঠছিল৷ অবশেষে সোমবার হাতেনাতে ধরা পড়লো আইজিএম হাসপাতালে৷ যে সকল রোগীরা আসে তাদের আত্মীয় পরিজনদের কাছ থেকে নানা কৌশলে বিভিন্নভাবে টাকা নিয়ে থাকে একটা চক্র৷

এক রোগীর রক্তের প্রয়োজন ছিল৷ রোগীর আত্মীয় পরিজনেরা যখন রক্তের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই সময় অমিত দেববর্মা নামে এক প্রতারক রোগীর পরিজনদের কাছ থেকে ৭ হাজার টাকা নেয় বলে অভিযোগ৷ রক্তের ব্যবস্থা করে দেবে বলে রোগীর আত্মীয়দের কাছে জানায় দুষ্ট চক্রের সদস্য৷ কিন্তু পরবর্তী সময় দেখা গেল অমিত দেববর্মা রক্ত দেয়নি৷ টাকা নিয়ে পালিয়ে যায়৷ এদিন তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেওয়া হয়৷ পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এই দ্ভণ্ণ্দুষ্ট চক্রের বার বারন্তে ব্যহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা৷ নাজেহাল হচ্ছে রোগীর আত্মীয় পরিজন৷ বাড়ছে অবিশ্বাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *