অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ১৫ সেপ্টেম্বর (হি.স.): তিরুপতি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশে একটি গরুকে বাঁচাতে গিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও আরও ৩ জন হুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অনন্তপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের নাম হল-হেমলতা (৫০), সুব্রামানিয়াম (৫২) এবং ভেকাটারাইঙ্গাইয়াহ (৫৩)।
পুলিশ সূত্রের খবর, তাড়িপাত্ৰীর বাসিন্দারা ‘তুফান ভ্যানে’ চেপে তিরুপতি থেকে ফিরছিলেন। আধ্যাত্মিক গুরু গুরুস্বামীর শেষকৃত্য শেষে ফিরছিলেন তারা। সোমবার রাত ১২.৩০ মিনিট নাগাদ একটি গরুকে বাঁচাতে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির দেন দিকে বসে থাকা ৩ জনের মৃত্যু হয়, গুরুতর আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে প্রথমে তাড়িপাত্ৰীর একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের অনন্তপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।