নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জের মধ্যপাড়ায় বানরের আক্রমণে দুই বছরের একটি শিশু গুরুতর জখম হয়েছে৷ জানা যায় শিশুটি পাশের বাড়িতে যা ছিল৷ তখন ওই রাস্তায় শিশুটিকে ঝাপটে ধরে একটি বানর৷ বানরের আক্রমণের শিশুটি রক্তাক্ত হয়৷ শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন৷ তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে৷
সেখানে নিয়ে যাওয়া হলে প্রয়োজনীয় ওষুধপত্র না থাকায় দোকান থেকে ঔষধ ক্রয় করে এনে চিকিৎসা শুরু করা হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে চরিলাম এলাকায় গত বেশ কিছুদিন ধরেই বানরের উৎপাত শুরু হয়েছে৷ এলাকার বাড়িঘরের ফসল এবং ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে বানরের দল৷ বাড়ি ঘরে ঢুকেও বানরের দল উৎপাত চালাচ্ছে৷ ঘর থেকে রান্না করা খাবার পর্যন্ত বানর তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ রবিবার সকালে বানরের আক্রমণে দুই বছরের এক শিশু জখম হওয়ার ঘটনায় এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ বানরের উৎপাত বন্ধ করার জন্য বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ৷