নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ বিজেপি প্রদেশ যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন নবাদল বনিক৷ রবিবার দলের তরফ থেকে এই সংবাদ জানানো হয়েছে৷
রাজ্য মন্ত্রিসভায় ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্য এখন থেকে প্রতি মাসে পালা করে প্রদেশ কার্য্যালয়ে উপস্থিত থেকে পার্টির গুরুতপূর্ণ বিভিন্ন বিষয়ে কার্ষকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন৷ সম্প্রতি পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা সংশ্লিষ্ট বিষয়ে এক নির্দেশিকা জারি করেছেন৷
সেই অনুযায়ী প্রতি মাসের নির্দিষ্ট দিনে মন্ত্রিসভায় ভারতীয় জনতা পার্টির একজন করে সদস্য পার্টির প্রদেশ কার্য্যালয় হাজির হয়ে পার্টির বিভিন্ন স্তরে কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন৷ অর্থাৎ মন্ত্রিসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির সদস্যকেই প্রতি মাসে একবার পার্টি কার্য্যালয়ে এসে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সামিল হতে হবে৷ মন্ত্রিসভার কোন সদস্য মাসের কত তারিখ পার্টি কার্যালয়ে উপস্থিত থাকবেন তা আলোচনার ভিত্তিতে স্থির হবে এবং বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কার্ষকর্তাদের আগাম অবগত করা হবে৷ একই সঙ্গে মন্ত্রিসভার ভারতীয় জনতা পার্টির সদসাগণ তাদের বিভিন্ন জেলা সফরকালে জেলা
সভাপতিদের আগাম অবগত করবেন৷ প্রয়োজনে এই সফরকালে মন্ত্রীরা জেলা কার্যালয়ে যাবেন এবং স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে বার্তালাপও করবেন৷ এদিকে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতির নাম রবিবার ঘোষনা করা হয়েছে৷ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন৷ বিশালগড়ের নবাদল বনিক এখন থেকে যুব মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাবেন৷ এতদিন তিনি সিপাহীজলা (উত্তর) জেলার যুব মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন৷ একই সঙ্গে রবিবার ভারতীয় জনতা পার্টির বামুটিয়া মন্ডলের নয়া সভাপতির নামও ঘোষনা করাহয়েছে৷ প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহার অনুমোদনক্রমে সদর (গ্রামীণ) জেলার জেলা সভাপতি অসিত রায় বিজু পালকে বামুটিয়া মন্ডলের সভাপতি হিসাবে দায়িত্ব ভার অর্পণ করেছেন৷ বিজু পাল ইতিপূর্বে পার্টির যুব মোর্চার সদর (গ্রামীণ) জেলার জেলা সাধাবণ সম্পাদকের দায়িত ছিলেন৷ বিজেপির প্রদেশ কার্যালয় থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছ৷