নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ খোয়াইয়ের বন্ধন ব্যাংকের শাখা থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে এক মহিলার কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই হয়েছে৷জানা যায় বন্ধন ব্যাংকের শাখা থেকে এক গরিব মহিলা কুড়ি হাজার টাকা ঋণ গ্রহণ করেন৷
টাকা তুলে মাস্টার পাড়ার ভেতর দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন৷ অবশ্য মহিলার সঙ্গে অন্য কেউ ছিলেন না৷মাস্টারপাড়া আসতেই এক যুবক এসে মহিলাকে বলে বন্ধন ব্যাংক থেকে যে কুড়ি হাজার টাকা তিনি এনেছেন সেখানে টাকা কম রয়েছে৷ টাকাগুলি গুনে দেবার জন্য তার কাছ থেকে সেই টাকা নেয় ওই যুবক৷টাকা গোনে দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই প্রতারক যুবক৷ টাকা নিয়ে ওই যুবক যখন পালিয়ে যাচ্ছিল তখন অসহায় মহিলা চিৎকার করেন.৷মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজনরা বের হয়ে আসলো ততক্ষন ওই প্রতারক যুবক টাকা নিয়ে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি৷এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷