কৈলাসহরে ড্রাগসসহ দুই পাচারকারী ধৃত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ সেপ্ঢেম্বর৷৷ কৈলাশহর ইরানী থেকে কমলপুর আসার পথে রাস্তায় আটক দুই বাইক৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩০ গ্রাম ব্রাউন সুগার৷ রবিবার সন্ধ্যা রাতে কৈলাশহর থানার পুলিশ কামরাঙ্গা বাড়ী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে৷


একই সঙ্গে আটক করা হয় দুইটি বাইক৷ কৈলাশহর থানার ওসি জানান তাদের কাছে গোপন খবর আসে বাইকে করে ড্রাগস পাচার করা হচ্ছে৷ সেই মোতাবেক কামরাঙ্গা বাড়ি ব্রীজের কাছে ওৎপেতে বসে পুলিশ৷ দুটি বাইক এই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়৷ তাদের তল্লাশী চালিয়ে তিনটি বাক্স থেকে ৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়৷ আটক ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা৷ আটক দুই নেশা পাচারকারীর নাম কমলপুরের বাসিন্দা তাপস মালাকার ও কৈলাশহর মোহনপুরের বাসিন্দা অনির্বাণ চক্রবর্তী৷ ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *