নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য তথা মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডঃ অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
এইদিনের বৈঠকে সদর জেলা শহরাঞ্চল কমিটির সদস্য সদস্যাদের পাশাপাশি জেলার অধিন বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি সহ জেলার বিধায়করা উপস্থিত ছিলেন৷ এইদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকরতাদের দলের শৃঙ্খলা মেনে কাজ করার বার্তা দেন৷ মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের আড়াই বছর হয়েছে৷ তার আগেও সকলে বিজেপি দলের কার্যকরতা ছিল৷ তার মূল্যায়ন নিজেদের কাছে থাকা প্রয়োজন৷ সরকার ছাড়াও ভারতীয় জনতা পার্টির সংগঠন ত্রিপুরা রাজ্যে ছিল৷ কিন্তু তখন বিজেপি দলের সদস্য সংখ্যা কম ছিল৷ তাই অতীতকে ভুলে গেলে চলবে না৷ কারন রাজ্যে বিজেপির অতীত আড়াই বছর নয়৷