করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে, একদিনে ১২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ করোনায় রাজ্যে রেকর্ড মৃত্যু৷ একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে৷ তাতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯৪৷ শুক্রবার সরকারী তথ্যে দেখা গিয়েছে এদিন ৬১৯ জন নতুন করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে৷ এদিন ৪১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৬১৯ জনের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ রাজ্যে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তাতে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷


এদিকে,শুক্রবার এক দফা পরিদর্শনের পর ফের একবার শনিবার জিবির কোভিড কেয়ার সেন্টার সহ ফ্লু ক্লিনিক, মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল৷ প্রথমে তারা ভিজিট করেন জিবির কোভিড কেয়ার সেন্টারটিতে৷ সেখানে প্রবেশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা সরেজমিনে খতিয়ে দেখেন কোভিড কেয়ারের বর্তমান ব্যবস্থা৷ ই প্রতিনিধি দলের সঙ্গে কোভিড কেয়ারের দায়িত্বে থাকা চিকিৎসকরা ও ছিলেন৷ কি রকম- হওয়া উচিত কোভিড হাসপাতালের পরিষেবা, পাশাপাশি যেগুলো রয়েছে তার মধ্যে আরো কি কি প্রয়োজনের তাগিদে সংযুক্ত করার দরকার রয়েছে, এই বিষয়ে ও আলোচনা করে নিজেদের অভিমত দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দলের সদস্যরা৷ এখানেই শেষ নয়, এই প্রতিনিধি দলটি পরবর্তীতে যান জিবির মেডিসিন ওয়ার্ডে৷ সেখানের গোটা চিত্রটা ও দেখেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *