নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ মোহনপুরে ২ করোনা আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশন এর নিয়ম কানুন না মানায় মোহনপুরের মহকুমা শাসক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷সংবাদ সূত্রে জানা গেছে দুই ব্যক্তির করোনা পজিটিভ আসার পর প্রশাসনের তরফ থেকে তাদেরকে হোম আইসোলেশন এ থাকার নির্দেশ দেওয়া হয়৷কিন্তু করোনা আক্রান্ত কোন দুই ব্যক্তি হোম আইসোলেশন এর কোন ধরনের নিয়মকানুন না মেনে যত্রতত্র ঘোরাফেরা করতে শুরু করে৷ এলাকায় তারা তাদের করোনা আক্রান্ত সংক্রান্ত বিষয়টি গোপন করে চলছিল৷
বিষয়টি প্রশাসনের নজরে আসতে ওই করণা আক্রান্ত দুই ব্যক্তিকে সতর্ক করা হয়৷তাদেরকে হোম আইসোলেশন এর যাবতীয় নিয়মকানুন মেনে বাড়ি ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়৷ মহাকুমা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও তারা হোম আইসোলেশন এর কোন ধরনের নিয়মকানুন মান ছিল না৷ এ ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর মহকুমা শাসক প্রসঙ্গে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷ তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মহাকুমা প্রশাসন সূত্রে জানা গেছে৷ উল্লেখ্য করোনা আক্রান্ত দুই ব্যক্তির এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করা আরও বেশ কিছু সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷যৌন স্বাস্থ্য বৃদ্ধি দমন করার দায়ে তাদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে৷
এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারন মানুষের প্রতি মহকুমা প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷করোনা ভাইরাস সংক্রমণ যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে তাতে রাজ্যের পরিস্থিতি ক্রমশ অবনতি দিকে ধাবিত হচ্ছে৷ সর্তকতা অবলম্বন ওই করোণা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে বিবেচিত হচ্ছে৷যেসব মানুষজন সামাজিক দূরত্ব বজায় রাখছে না এবং মাস্ক পরিধান করছে না এমনকি করোনা
আক্রান্ত হওয়ার পরও আইসোলেশন এর নিয়ম কানুন মানছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া সরকার এবং প্রশাসনের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই৷এসব বিষয়ে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট সকলকে অবগত করে সরকারি বিধি যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে করোণা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷