নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান। শুক্রবার রামবিলাস পাসোয়ান নিজেই জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ান একাধিক টুইট তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, ‘করোনা পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী হিসেবে নিরন্তর নিজের সেবা প্রদান করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এরইমধ্যে শরীর খারাপ লাগে, কাজে যাতে বিলম্ব না হয় তাই হাসপাতালে ভর্তি হয়নি। চিরাগ যখন আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারে, তাঁর কথায় হাসপাতালে যাই এবং চিকিৎসা করাচ্ছি। চিরাগ আমার পাশে আছে আর যথাসম্ভব সেবা করছে। আমার খেয়াল রাখার পাশাপাশি ও দলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।”
লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা পাসোয়ান আরও জানিয়েছেন, দলের সম্পূর্ণ দায়িত্ব এখন চিরাগের কাঁধেই। পাসোয়ান টুইটারে লেখেন, আমার বিশ্বাস, তারুণ্যের চিন্তা ভাবনা দিয়ে চিরাগ দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। চিরাগের সব সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত। আশা রাখি, সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শিগগিরই কাছের মানুষদের কাছে ফিরে আসতে পারব।