মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.): ধোপে টিকল না আর্জি। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে মুম্বইয়ের একটি বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, আব্দুল বশিত, জাইদ ভিলাত্রা, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা। শুক্রবার প্রত্যেকেরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। রিয়া-সহ প্রত্যেকেই দাবি করেছেন, ভুয়ো মাদক মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের। কোনও অপরাধ করেননি তাঁরা।
মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়া, তাঁর ভাই শৌভিক ও এনসিবি-র গ্রেফতার করা আরও চার জন, যথাক্রমে আব্দুল বশিত, জাইদ ভিলাত্রা, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদনের শুনানি হয়। শুক্রবার বিচারক জিবি গুরাও প্রত্যেকেরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। জামিনের আবেদন খারিজ হওয়ার পর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, অর্ডার কপি পাওয়ার পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।