নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ একাকীত্বের সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করল এক যুবক৷ ঘটনা সালেমা থানার অন্তর্গত পশ্চিম সিঙ্গিনালা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় একই এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের দীর্ঘ দিন ধরে কুদৃষ্টি ছিল এই নাবালিকার উপর৷ বুধবার নাবালিকার মা-বাবা বাড়িতে ছিল না৷
এই সুযোগে অভিযুক্ত নাবালিকার ঘরে প্রবেশ করে এবং নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে৷ পরে নাবালিকা বাড়ির লকজনদের ঘটনার বিষয়ে জানায়৷ বাড়ির লোকজন ঘটনার বিষয়ে জানার পর সালেমা থানায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে৷ থানায় মামলা হওয়ার পরই গা ডাকা দেয় অভিযুক্ত৷ অভিযুক্ত অভিজিৎ দাসের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷
জানা গেছে অভিযুক্ত অভিজিৎ দাস ক্যাবলের কাজ করে৷ দীর্ঘ দিন ধরে সে ঐ নাবালিকাকে নানান ভাবে কু-প্রস্তাব দিয়ে যাচ্ছিল৷ এরই মধ্যে অভিযুক্ত নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে৷
বৃহস্পতিবার এভিবিপি কমলপুর ইউনিট শাখার পক্ষ থেকে নাবালিকা মেয়েটির বাড়িতে যায় এবিভিপি কার্যকর্তারা৷ পাশাপাশি এদিন তিনজনের এক প্রতিনিধি দল সালেমা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথা বলে৷ এখন পর্যন্ত অভিযুক্ত পলাতক৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায় এবিভিপির কার্যকর্তারা৷ নাবালিকা ধর্ষণের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

