BRAKING NEWS

নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি। বাস্তবায়িত করতে হবে সমগ্র দেশে, তবে কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। শুক্রবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিং মারফত জাতীয় শিক্ষা নীতি-২০২০-র অধীনে ‘একবিংশ শতাব্দীতে স্কুল শিক্ষা’ শীর্ষক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও। সম্মেলনে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারতের আশা-আকাঙ্খাকে পূরণ করবে জাতীয় শিক্ষা নীতি। সমগ্র দেশে তা বাস্তবায়িত করা দরকার এবং আমাদের একসঙ্গে তা করতে হবে।


প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় শিক্ষা নীতি লাগু করার বিষয়ে কিছু দিন আগে শিক্ষা মন্ত্রক দেশের সর্বত্র শিক্ষকদের কাছ থেকে পরামর্শ চেয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ১৫ লক্ষের বেশি পরামর্শ এসেছে, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সহায়তা করবে ওই সমস্ত পরামর্শ। জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৪-৫ বছর ধরে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলাফল জাতীয় শিক্ষা নীতি। কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, সবে তো শুরু। কার্যকর বাস্তবায়নের পথ সুগম করতে হবে।


প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আমাদের দেশে প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কোনও না কোনও অঞ্চলে পারম্পরিক কলা, কারিগরী, প্রোডাক্টের খ্যাতি রয়েছে। পড়ুয়াদের তা নিজ চোখে বিচক্ষণ করা উচিত। পোশাক কীভাবে তৈরি হয় দেখতে হবে, এতে কৌতূহল বাড়বে এবং জ্ঞান সমৃদ্ধ হবে। একবিংশ শতাব্দীর দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *