নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবাকে স্থানীয় পর্যায়ে ঢেলে সাজানো হচ্ছে৷ প্রতিটি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা হবে৷ ইতিমধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আজ সিপাহীজলা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
তিনি বলেন, কোভিড আক্রান্ত যে সমস্ত রোগী হোম আইসোলেশনে রয়েছেন তাদের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতে হবে৷ তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত সুুযোগ সুুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে হবে৷ কোভিড কেয়ার সেন্টারগুলিতে রোগীরা যাতে উপযুক্ত পরিষেবা পান তা সুুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন৷
তিনি বলেন, কোভিড হেলপলাইন সেন্টারটি দিনরাত চালু রাখতে হবে৷ করোনা আক্রান্ত রোগীরা যাতে সবাই সুুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তার জন্য সংশ্লিষ্টদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন সবাই মিলে করোনা মহামারিকে পরাস্ত করতে হবে৷ তিনি বলেন, করোনা রোগীদের মৃত্যুর হার কমানোর জন্য সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে৷ সোনামুড়া সি এইচ সি কে আগামী কয়েকদিনের মধ্যেই কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ কোভিড কেয়ার সেন্টারে রোগীদের থাকা খাওয়ার ব্যাপারে যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন৷
বৈঠকে রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজমদার প্রমুখ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন৷ এছাড়াও জেলার পুলিশ সুুপার ক’ষেন্দ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক উদয়ণ সিনহা, অতিরিক্ত জেলাশাসক তমাল মজমদার, জেলার তিন মহকুমার মহকুমা শাসকগণ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লালসিংমুড়াস্থিত কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন৷ কোভিড কেয়ার সেন্টারের রোগীদের সঙ্গে চিকিৎসা পরিষেবা ও তাদের থাকা খাওয়া বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী৷মুড়াস্থিত কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন৷ কোভিড কেয়ার সেন্টারের রোগীদের সঙ্গে চিকিৎসা পরিষেবা ও তাদের থাকা খাওয়া বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী৷