অপহৃতা নাবালিকা উদ্ধার পলাতক অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ পালাটানা এলাকা থেকে নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কাকড়াবন থানার পুলিশ৷জানা যায় গত ২৯ আগস্ট পালাটানা এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করেছিল দীপঙ্কর নামো নামে এক যুবক৷এ ব্যাপারে অপরিতা নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে কাকড়াবন থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ কাকড়াবন থানা পুলিশ এ ব্যাপারে তৎপরতা শুরু করে৷

এমনকি নাবালিকাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে কাকড়াবন থানার পুলিশ৷ নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত অপহরণকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷