নাসিক, ১১ সেপ্টেম্বর (হি.স.): ফের মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। পৃথক পৃথক সময়ে মহারাষ্ট্রের নাসিক এবং মুম্বইয়ের অদূরে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোররাত ৩.৫৭ মিনিট নাগাদ প্রথমে ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়, মুম্বই থেকে ৯৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এরপর সকাল ৭.০৬ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে পালঘর জেলা। অনুভূত হয় ৩.৬ তীব্রতার ভূকম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকাল ৭.০৬ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়। কম্পন টের পাওয়া যায় নাসিক থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।