BRAKING NEWS

ট্রেনে কাটা পড়েএক ব্যক্তির মৃত্যুপানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মোহনদাস৷ পেশায় রাজমিস্ত্রি৷ কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরছিল৷


রাত দশটা নাগাদ আগরতলা থেকে ধর্মনগর গামী মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে মোহনদাস নামে ওই রাজমিস্ত্রির৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে৷সোমবার সকালে স্থানীয় লোকজন রা ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ এবং রিয়েল পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে মোহনদাস নামে ওই রাজমিস্ত্রি আকন্ঠ মদ্যপান করতো৷আশঙ্কা করা হচ্ছে আকন্ঠ মদ্যপান করে রেললাইনের পাশ ধরে বাড়ি ফেরার পথে চলন্ত রেলের ধাক্কায় ছিটকে পড়ি তার মৃত্যু হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷রেলের ধাক্কায় ছিটকে পড়ে রাজ মিস্ত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *