BRAKING NEWS

হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক ১০৩২৩ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হল চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে আরও এক শিক্ষকের৷ মৃত শিক্ষকের নাম পার্থ মজুমদার৷ তার বাড়ি বাধারঘাট মাতৃপল্লি এলাকায়৷ রবিবার রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয় সে৷ সাথে সাথে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷


হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পরে৷ তারপর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়৷ মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন জানান চাকুরি চলে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন পার্থ মজুমদার৷ তার চার বছরের একটি সন্তান রয়েছে৷ এই সন্তানকে কি ভাবে মানুষ করবেন এই নিয়ে সর্বদা চিন্তা করতেন বাড়িতে বসে বসে৷ তার থেকে পার্থ মজুমদার অসুস্থ হয়ে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷


পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয় মৃতের স্ত্রীর কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য৷ যাতে করে মৃতের স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দর ভাবে বেচে থাকতে পারে৷ পার্থ মজুমদারের আকস্মিক মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ এইদিকে পার্থ মজুমদারের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা তার বাড়িতে ছুটে যায়৷ মৃতের পরিবার পরিজনদের সমবেদনা জানান তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *