নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে৷ মারধরের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ফুলবাড়ি গ্রামে৷ এই ঘটনায় রবিবার উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী এবং তাদের সুষ্ঠু বিচার দেওয়ার আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীনে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত৷
এই পঞ্চায়েতে চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য ও দুইজন নির্দলীয় সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি৷ শুরু থেকেই পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য সদস্যরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছেন বলে অভিযোগ পঞ্চায়েতের বিজেপি সদস্য আসকর আলীর৷ পঞ্চায়েতের একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে জানায় সে৷ অবশেষে শনিবার সে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে কতিপয় দুসৃকতিকারীরা তাকে বেধড়ক মারপিট করে৷ আহত আসকর আলী চুড়াইবাড়ি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷
এদিকে, পঞ্চায়েত সদস্য আসকর আলীকে মারধরের ঘটনায় এদিন ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণ ফুলবাড়ি থেকে লক্ষীনগরের প্রধান রাস্তাটি অবরোধ করে বসেন৷ তাদের দাবি হামলাকারীদের অতিসত্বর গ্রেপ্তার করে আইনীসাজা প্রদান করা৷ প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর ছুটে যান চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস ও বিশাল পুলিশবাহিনী৷ তারা সমস্ত ঘটনা তদন্ত করে দেখে আইনের আওতায় আনবে বলে আশ্বস্ত করায় অবশেষে রাস্তা অবরোধ তুলে দেওয়া হয়৷ অবশ্য এই ঘটনায় সরগরম ফুলবাড়ী পঞ্চায়েত এলাকা৷