BRAKING NEWS

আগরতলায়পৃথক দূর্ঘটনায়নিহত একজন, গুরুতর আহতআরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বাইপাস ইচা বাজার এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম শেখর দেব৷ জানা যায় পথচারী ওই ব্যক্তিকে ১২চাকার লরি ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন তিনি৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ইচ্ছা বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ খুনি লরিটি আটক করেছে৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় মামলা হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷


এদিকে অপর এক দুর্ঘটনায় অরুন্ধতী নগরে এক গাড়ি চালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ জানা যায় একটি অলটো গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা লাগে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ছোট এসে আহত গাড়িচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷পরপর এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *