নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গোমতী নদীতে সোনামুড়া-দাউদকান্দির মধ্যে জলপথে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে পণ্য পরিবহণ শুরু হওয়ায় ত্রিপুরার জন্য নতুন দিগন্তের সূচনা হলো৷ আগামীদিনে এই জলপথে দেশের বিভিন্ন রাজ্যে পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে৷
তাতে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলিও অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুুযোগ পাবে৷ আজ সোনামুড়ার শ্রীমন্তপুর নদীবন্দরে সোনামুড়া-দাউদকান্দি জলপথে পরীক্ষামূলকভাবে নৌযান আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে থেকে আমদানি করে থাকে৷ এরমধ্যে প্রায় ৬৩০ কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে আমদানি করা হয়৷ ত্রিপুরা থেকেও বছরে ২ হাজার কোটি টাকার পণ্য রাজ্যের বাইরে রপ্তানি করা হয়ে থাকে৷ এতদিন রাজ্যে আমদানি ও রপ্তানি মূলত: সড়কপথে এবং রেলপথে হতো৷ সোনামুড়া-দাউদকান্দি জলপথটি চালু হওয়ার ফলে রাজ্যে পণ্য আমদানি করতে প্রায় ২৫-৩০ শতাংশ খরচ কম পড়বে৷
মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন৷ আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন৷ বর্তমানে রাজ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ অর্থাৎ চর্তুদিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে৷ ফলে রাজ্যের সার্বিক উন্নয়নও দ্রত হচ্ছে৷ আগে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার একমাত্র জীবনরেখা ছিল আসাম-আগরতলা জাতীয় সড়ক, কিন্তু বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আন্তরিক প্রয়াসের ফলে রাজ্যে সড়ক, রেল, বিমান ও জলপথে যোগাযোগের ব্যবস্থা খুলে গেছে৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী গত এক বছরে রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৩,২৯০ কোটি টাকার প্রকল্প ম’র করেছেন৷ দিল্লী-আগরতলা সরাসরি বিমান পরিষেবা চালু করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী মাত্র ২৯ মাসের মধ্যে ত্রিপুরায় জলপথের সুুযোগ খুলে দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ফেনী নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হলে ত্রিপুরা উত্তর-পূর্বা’লের রাজ্যগুলির জন্য বিজনেস গেটওয়ে পরিণত হবে৷ এছাড়াও সাবমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন হলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলি অর্থনৈতিকভাবে লাভবান হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সোনামুড়া-দাউদকান্দি জলপথটি চালু হওয়ার ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সাংস্ক’তিক সম্পর্ক আরও সুুদৃঢ় হবে৷ দেশের প্রধানমন্ত্রী উত্তর-পূর্বা’লকে অষ্টলক্ষী বানাবার যে স্বপ দেখেছেন তা পূরণে ত্রিপুরা অগ্রণী ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে৷ সোনামুড়া-দাউদকান্দি এই অভ্যন্তরীন জলপথ চালু হওয়ার ফলে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে৷ পাশাপাশি বিরাট সংখ্যক কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গঠন করার ক্ষেত্রে ক’ষকদের উন্নয়ন করতে আহ্বান জানিয়েছেন৷ রাজ্য সরকার সেই দিশায় কাজ করছেন৷
অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক তার ভাষণে বলেন, আজকের দিনটি শুধু ত্রিপুরার জন্য নয়, সমগ্র উত্তর-পূর্বা’লের জন্য ঐতিহাসিক দিন৷ আজ সোনামুড়া নৌবন্দর আন্তর্জাতিক স্তরে ঠাঁই করে নিয়েছে৷ রাজ্যের সামগ্রীক উন্নয়নে এই জলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সাংসদ আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে ঢাকাস্থিত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গলি দাস বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী সুুযোগ্য নেত’ত্বে উভয় দেশের মধ্যে সাংস্ক’তিক, বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে৷ বর্তমানে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও আরও শক্তিশালী হয়েছে৷ সোনামুড়া-দাউদকান্দি এই ৯৩ কিমি জলপথটি চালু হওয়ায় ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য মাইলস্টোন স্থাপন হয়েছে৷ এই জলপথের মাধ্যমে পণ্য পরিবহণে ব্যয়ও অনেক কম হবে৷ ফলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লের রাজ্যগুলি উপক’ত হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, ত্রিপুরাস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার কিরাটি চাকমা, ল্যাণ্ড পোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং অধিকর্তা প্রশান্ত কুমার গোয়েল৷ এছাড়াও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রাখেন ইনল্যাণ্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইণ্ডিয়ার চেয়ারপার্সন অমিতা প্রসাদ৷