BRAKING NEWS

পাচার বাণিজ্য ঘিরে বক্সনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সিপাহী জলা জেলার বক্সনগর দুধপুকুর এলাকায় সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে বক্সনগর এর দুধপুকুর এলাকায় পাচার বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ওমর গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে তিনজন গুরুতর ভাবে আহত হন এবং আরো বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এখনো সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

ফেয়ার যেকোনো সময় এলাকার পরিস্থিতি রক্তাক্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ এবং বিএসএফ জওয়ানরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ইলিশ মাছ পাচার এবং নেশা সামগ্রী পাচারকে কেন্দ্র করে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর৷উল্লেখ্য দুধ পুকুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত নেশাজাতীয় সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে৷ বিএসএফ জওয়ানরা টহল দিলেও তাদের চোখে ধুলো দিয়ে এ ধরনের পাচার বাণিজ্য প্রতিনিয়ত চলছে৷ পাচার বাণিজ্য কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুটি কষ্টের মধ্যে মতভেদ চলছিল৷ বৃহস্পতিবার রাতে সেই মত ভেদের বহিঃপ্রকাশ ঘটে৷ বক্সনগর থানায় এ ব্যাপারে দুটি পৃথক পৃথক মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ উভয় মামলার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *