BRAKING NEWS

রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ভয়ংকর চিত্র সামনে এনে সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা সংক্রমণে পাশাপাশি মৃত্যুও পাল্লা দিয়ে বেড়ে চলেছে৷ গত এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০০৯ জন৷ জুলাই মাসে আক্রান্ত হয়েছে ৩৮৮৮ জন৷ আগস্ট মাসে আক্রান্ত হয়েছে ৭১৬৩ জন৷ গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্ঢেম্বর পর্যন্ত ৪১ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷
রাজ্যে করোনা সংক্রমণ হার জাতীয় স্তরে সমান৷ আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণে হার জাতীয় স্তরে থেকেও তিনগুণ বেশি৷

যা এক কথায় সংক্রমণ আগরতলা পৌর নিগম এলাকা মুম্বাই দিল্লি মতো রাজ্যকে ছাপিয়ে গেছে৷ আর পূর্বের ১৪ মাসের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে মোকাবিলার বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফোনে এবং মোবাইল ফোনে এবং এসএমএসের মাধ্যমে যোগাযোগ করার প্রচেষ্টা করা হয়েছিল৷ কিন্তু কিছুতেই স্বাস্থ্যমন্ত্রীর সাড়া মিলেনি৷ অথাৎ স্বাস্থ্য মন্ত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই আঙ্গুল তুলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন৷ মানুষ জিবি হাসপাতাল থেকে সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না৷ বছর দুয়েক পূর্বে প্রধান রেফারেল জিবি হাসপাতালের উপর মানুষের যে ভরসা ছিল৷ তা এখন হারিয়ে ফেলেছে মানুষ৷ বর্তমান কোভিড পরিস্থিতিতে পরিষেবার মারাত্মক অভাব রয়েছে হাসপাতালে৷ যাদের পরিষেবার অবনতির বিষয়টি দেখার কথা তারা মহাকরণে বসে একের পর এক সার্কুলার দিয়ে দায়িত্ব খালাস করে চলছে৷


যাদের হাতে দায়িত্ব ন্যস্ত রয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা কে দেখবে এমনটাই প্রশ্ণ তোলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শ্রী বর্মন৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আইনের হুমকি দিয়ে দমিয়ে রাখা হচ্ছে৷ আর মানুষের কাছে যাতে দৈনন্দিন খবর সঠিক ভাবে না পোছায় তার জন্য চেষ্টা করছে তারা৷ এ ধরনের প্রবণতা ঠিক নয়৷ তা রাজ্যবাসী বরদাস্ত করবে না৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী খবর নিয়ে যাচাই করা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন শ্রী বর্মন৷আর যেটা হচ্ছে রাজ্যে সেটা উদ্বেগের বিষয়৷ মৃত্যুহার রুখতে পরিষেবা সঠিক পথে পরিচালনা করতে হবে৷ আর স্বাস্থ্যমন্ত্রী কোনরকম সাড়া না পেয়ে শাসক দলের বিধায়ক হয়েও এ ধরনের সাংবাদিক সম্মেলন করতে হয়েছে বলে জানান তিনি৷

অভিজ্ঞতার সাথে রাজ্যের ১৪ মাসের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী গোষ্ঠী সংক্রমণ নিয়ে ইঙ্গিত অনেকটা ভয়াবহ বিষয়টি তুলে ধরেন এদিন৷ পাশাপাশি তিনি এদিন সকলকে শারীরিক দূরত্ব এবং মাক্স পরিধানের বিষয়ে অবগত করেন৷

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *