নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরে নিহারেন্দু ভট্টাচার্য নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷ মৃত ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নিঃসঙ্গতার কারণে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কৃষ্ণনগরের নিহারেন্দু ভট্টাচার্য নামে ওই ব্যক্তি৷মৃতের ছেলে জানান গতকাল রাতে তার সঙ্গে খাওয়া-দাওয়া করে একইসঙ্গে ঘুমিয়ে ছিল বাবা৷ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ছেলে লক্ষ করেন তার বাবার মৃতদেহ বারান্দায় ঝুলছে৷ তাতে পুত্রের মাথায় বাজ পরার উপক্রম৷ সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় জনগণ এবং আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানান মৃতের পুত্র৷ ঘটনার খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ছুটে আসে৷সেখান থেকে নিহারেন্দু ভট্টাচার্য নামে ওই বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ৷তার কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার এরপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷তবে কেন এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ মুখ খোলেনি৷ পারিবারিক সূত্রে জানা গেছে এক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়৷ তারপর থেকেই ওই বৃদ্ধ মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন৷মানসিক অবসাদ থেকেই তার এই আত্মহত্যার পথ বেছে নেওয়া বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছেন স্থানীয় জনগণ৷ তবে এখন দেখার বিষয় সুইসাইড নোটে তিনি কি লিখে গেছেন৷ পুলিশ সব দিক খতিয়ে দেখছে৷
উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর এক কৃষক আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী কৃষকের মৃতদেহটি তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ জানা গেছে গত দু’’দিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন৷ পরিবারে স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে৷ লকডাউন পরিস্থিতিতে পরিবারটি অভাব-অনটন পরে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অভাব-অনটনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই কৃষক৷ কৃষকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যাজনিত মামলা গ্রহণ করলেও স্থানীয় জনগণের অভিযোগ অভাব-অনটনের কারণে কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে৷ অবশ্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷
ঊনকোটি জেলার কৈলাসহর শহরের সিনেমা হল রোডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম বাপি নাথ৷ বয়স ৫৫ বছর৷ তার নিজ ঘর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে.৷ স্থানীয় লোকজন রা তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দমকল বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এটি একটি রহস্যজনক মৃত্যু বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছেন স্থানীয় জনগণ৷ পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর জন্য মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷এদিকে কৈলাশহর শহরের প্রাণ কেন্দ্রে এক ব্যক্তি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷