BRAKING NEWS

নৌপথে নতুন দিগন্তখুলে গেল রাজ্যে, পণ্য নিয়ে বাংলাদেশ থেকে রওয়ানা দিল জলযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ জলপথে যোগাযোগের নতুন দিগন্ত খুলে গেল৷ সেই লক্ষ্যেই পদক্ষেপ নেয় রাজ্য সরকার৷ অর্থ নৈতিক ব্যয় সঙ্কোচনের পাশাপাশি পণ্য সামগ্রী আনার বিষয়টি আরো সহজতর করতে ইতিমধ্যেই চট্টোগ্রাম বন্দর ব্যবহার শুরু হয়েছে৷ এবার জলপথে বাংলাদেশের মুনামীগঞ্জ থেকে গোমতী নদী হয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে পৌঁছুবে পণ্যবাহী বার্জ৷ বৃহস্পতিবার ৫০ টন সিমেন্ট নিয়ে বাংলাদেশের মুনামীগঞ্জ থেকে জলপথে রওয়ানা হবে পণ্যবাহী বার্জটি৷ আগামী ৫ সেপ্ঢেম্বর সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে এই পণ্যবাহী জলযানকে স্বাগত জানানো হবে৷ ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে৷

এই বিষয়ে গত ৩০ আগস্ট ক্ষতিয়ে দেখেছেন শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে৷ এই পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে দুদেশের আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রে দারুন সহায়ক হবে৷ একই সঙ্গে বানিজ্য আরও উন্নয়ন ঘটবে৷ জলপথে পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হবে৷ একই সঙ্গে রাজ্যের জন্য খুলে যাবে জোগাজোগে নতুন দিগন্ত৷ জলযানটিতে লাগানো রয়েছে দুদেশের পতাকা৷ একই সঙ্গে রয়েছে ব্যানার৷ যাতে লেখা রয়েছে ওপার বাংলা আর এপারের বাসিন্দাদের সুদীর্ঘ প্রত্যাশা আর বহু পালিত স্বপ্ণও- সম্ভাবনার নতুন দুয়ার নিয়ে পরীক্ষা মূলক যাত্রা৷ দাউদকান্দি থেকে সোনামুড়া নৌপথ এবার খুলে গেল রাজ্যের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *