ইটানগর, ২ সেপ্টেম্বর (হি.স.) : এখন থেকে কেউ অরুণাচল প্ৰদেশে প্ৰবেশ করলে প্ৰথমে তাকে অতিমারি কোভিড-১৯ টেস্ট করতে হবে। তার পরই সংশ্লিষ্ট ব্যক্তি রাজ্যে প্ৰবেশের অনুমতি পাবেন। ভিন রাজ্য থেকে এসে অরুণাচল প্ৰদেশে কেউ যদি প্ৰবেশ করতে চান তা হলে রাজ্যের প্রবেশদ্বারে অতিমারি কোভিড টেস্ট করাতে বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।
অরুণাচল প্ৰদেশের প্ৰবেশদ্বারে রেপিড অ্যান্টিজেন টেস্ট (আরটিএ)-এর মাধ্যমে প্ৰত্যেক আগমনকারীকে কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই তাঁদের রাজ্যে প্রবশের অনুমতি দেওয়া হবে, এবং মুক্তভাবে চলাফেরা করতে পারবেন আগন্তুক। আর ফলাফল যদি পজিটিভ আসে তাদের গন্তব্য স্থলে নিয়ে আইসোলেশন করা হবে।
প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে অরুণাচল প্ৰদেশেও ক্ৰমশ কোভিড-১৯-এ আক্ৰান্ত লোকের সংখ্যা বাড়ছে। তাই যত শীঘ্ৰ সম্ভব অতিমারি কোভিড-১৯-কে ঠেকাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। অরুণাচল সরকার রাজ্যের বমডিলা এবং এর পাৰ্শ্ববৰ্তী গ্ৰামগুলোতেও লকডাউন ঘোষণা করেছিল। রাজ্যে কোভিড-১৯-এ আক্ৰান্তের সংখ্যা ৪,২১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২,৯৭৯ জন, হাসপাতালে চিকিৎসা চলছে ১,২২৬ জনের। কোভিড-এ মৃত্যুর সংখ্যা সাতে পৌঁছেছে। এখন পৰ্যন্ত ১.৭ লক্ষ মানুষের কোভিড টেস্ট করা হয়েছে বলেও জানিয়েছে সরকারি সূত্রটি।