ঢাকা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হল বাংলাদেশে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভারতীয় হাইকমিশনে রাখা শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি উল্লেখ করেন, ‘ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী।’
ড. মোমেন বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তাঁর সঙ্গে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।’ বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। এছাড়া তিনি প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরের সময় ভারতের হাইকমিশনার রীভা গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন।
বুধবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে এদিন সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলিতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও ব্যবস্থা করা হয়। ভারতের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ২০১৩ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।