আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) ৷৷ একাধিক সমস্যা নিয়ে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজ অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে৷ টানা দুই ঘণ্টার অবরোধে উভয়দিকে যান চলাচল ব্যহত হয়েছে৷ পরে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়েছে৷ যুব কংগ্রেসের অবরোধকারীদের পুলিশ আটক করার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷
এ-বিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, চিটফান্ড, এডিসি-তে অনুন্নয়ন, নারী নির্যাতন এবং তিপ্রাল্যন্ডের বিরোধিতা সহ ১১ দফা দাবি আদায়ে আজ সংগঠনের কর্মী সমর্থকরা ধলাই জেলার করমছড়ায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে৷ সকাল ১০টায় ওই অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল৷ প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল৷
এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বাপ্ঢু চক্রবর্তী এবং কৈলাসহর জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ আব্দুল মতিন সহ যুব কংগ্রেস নেতৃত্বগণ৷
ধলাই জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা বলেন, যুব কংগ্রেস কর্মীরা আজ জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ কিন্তু সকলকে আটক করা হয়েছেঊ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে৷ তাঁর দাবি, জাতীয় সড়কে বেশি সময় অবরুদ্ধ করতে দেওয়া হয়নি৷ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণাধীন৷

