কমলপুরে পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ধলাই জেলার কমলপুর থানা সংলগ্ণ মধ্যপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে৷ জানা যায় ওই বাড়িতে শ্রমিকরা কাজ করতে গেলে তাজা বোমাটি দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে তারা বিষয়টি কমলপুর থানার পুলিশকে জানায়৷


খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এসে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়৷ পরবর্তীকালে তাজা বোমাটি নিষ্ক্রিয় করা হয়৷কে বা কারা বোমাটি সেখানে রেখেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷কমলপুরের মধ্যপাড়ায় তাজা বোমা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷এলাকায় কোন ধরনের হিংসাত্মক ঘটনা সংগঠিত করার লক্ষ্যেই সেখানে তাজা বোমাটি রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *