BRAKING NEWS

বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন চলাকালীন গুলিতে মৃত এক বিক্ষোভকারী, বিক্ষোভে উত্তাল মার্কিন মুলুক

ওয়াশিংটন, ৩০ আগস্ট (হি. স.) :  মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন চলাকালীন গুলিতে মৃত্যু হল আরও এক বিক্ষোভকারীর । রবিবার ঘটনার প্রতিবাদে উত্তাল মার্কিন মুলুক ।

জানা গেছে, ওরেগন প্রদেশের পোর্টল্যান্ড শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবিদ্বেষ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষ প্রবল হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি নিহত হয়েছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, গুলিতে জখম এক ব্যক্তিকে চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করেন। গুলি কে চালিয়েছে, সেই বিষয়ে নীরব পুলিশ। এদিকে ওরেগন প্রদেশ অবরুদ্ধ। যে কোনও সময় আরও বড় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এমনই আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *