কলকাতা, ২৯আগস্ট(হি. স.): এই মহামারীকালীন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে ৩০ লাখ শিক্ষার্থীর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? শনিবার এই মর্মেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে ট্যাগ করে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জেইই ও নিট পরীক্ষা স্থগিত করা নিয়ে ইতিমধ্যেই ৬ অবিজেপি রাজ্যগুলি পিটিশন জমা দিয়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান মন্ত্রীকে ও চিঠি দিয়েছেন পরীক্ষা স্থগিত করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা ব্যতীত কোনও পড়ুয়াকে সার্টিফিেট দেওয়া যাবে না। তবে সেক্ষেত্রে রাজ্য গুলি চাইলে পরীক্ষার দিন আগে পিছু করতে পারে। কিন্তু এই পুরো বিষয়টিতেই সম্মতি জানাতে নারাজ রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেপ্টেম্বরে কোনও পরীক্ষা হবে না রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে। তবে পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আগামী সাত দিনের মধ্যে শিক্ষামন্ত্রীকে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।
এরপরেই এদিন শিক্ষামন্ত্রী টুইট করে জানান, ”এই বিশ্বব্যাপী মহামারীর মধ্যে, আপনি জেইই ও নিট পরীক্ষায় এমন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? পরিবহন ব্যবস্থা এখনও পুরোপুরি চালু না হওয়ায় আপনি কেন তাদের ভবিষ্যতের ক্ষতি করতে চান”? একইসঙ্গে পরীক্ষা স্থগিত করার দাবিও তোলেন তিনি।