নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.): আইপিএল না খেলেই দেশে ফিরলেন চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য তারকা সুরেশ রায়না । ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রায়না । তিনি ইতিমধ্যেই দেশে ফিরেছেন বলে খবর। চেন্নাইয়ের তরফে সিইও কাসি বিশ্বনাথন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রায়নার ভারতে ফেরার কথা জানিয়ে দেন।
শনিবার সকালে সিএসকের টুইটার হ্যান্ডেলে এক বিজ্ঞপ্তিতে চেন্নাই সিএও জানান, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না ভারতে ফিরে গিয়েছেন এবং বাকি আইপিএল মরশুমে তাঁকে পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে রায়না ও তাঁর পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রয়েছে।’
আমিরশাহি পৌঁছনোর পর ৬ দিনের কোয়ারান্টাইন শেষ করে চেন্নাই যখন অনুশীলনে নামার তোড়জোড় করছে, ঠিক সেই সময়েই দুঃসংবাদ উড়ে আসে সিএসকে শিবিরে। দলের একাধিক সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ায় পুনরায় কোয়ারান্টাইনে চলে যেতে হয় দলকে। এই অবস্থায় টুর্নামেন্ট শুরু আগেই দেশে ফিরে এলেন নির্ভরযোগ্য তারকা সুরেশ রায়না।