নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.): রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না ভারত। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন এবং কাশ্মীর সীমান্তে পাকিস্তানের একাধিকবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশের প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রক। পাশাপাশি গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক।
এখানে উল্লেখযোগ্য বিষয় এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে চিন এবং পাকিস্তান। দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখানে ১৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই সামরিক মহড়া বা যুদ্ধ অভ্যাসের আয়োজন করা হবে।দি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্যভুক্ত দেশগুলি যেমন চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরঘিস্থান সহ ১১ টি দেশ অংশগ্রহণ করবে। এমনকি এবারের যুদ্ধ অভ্যাসে মিশর, বেলারুশ, তুর্কি মত দেশগুলির অংশগ্রহণ করার কথা। এতগুলি দেশের সব মিলিয়ে ১২৫০০ সামরিক কর্মী অংশগ্রহণ করবে। এতে যোগ দেওয়ার জন্য ভারতকে তিন বাহিনীর থেকে ২০০ জওয়ানকে নিয়ে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক রাষ্ট্র রাশিয়া।শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
বর্তমান পরিস্থিতিতে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের বিষয়টি আলোচনায় উঠে আসে। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করবে না ভারত। কিন্তু এই গোষ্ঠী ভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাশিয়া উড়ে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তার যাওয়া নিয়ে কোনো সংশয় নেই। প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। ওই সম্মেলনের ফাঁকে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংহের বৈঠক হওয়ার কোন সম্ভাবনা নেই।