BRAKING NEWS

আইপিএল-এ করোনার থাবা, আক্রান্ত সিএসকের অন্তত ১০জন ক্রিকেটার

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স.) : শুরুর আগেই ধাক্কা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ । করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) –এর অন্তত ১০ জন ক্রিকেটার। জানা গেছে, আক্রান্তের তালিকায় আছেন একজন ভারতীয় ক্রিকেটারও। ফলে গোটা দলকে পুনরায় ১ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারান্টাইনে চলে যেতে হয়।

ণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। দীর্ঘদিন পর করোনার মধ্যেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হয় । তবে এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট। সর্বোচ্চ সতর্কতার মধ্যে আইপিএল আয়োজনের চেষ্টা চলছে ।সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ১৯ তারিখ শুরু হবে এ টুর্নামেন্ট।যার জন্য কঠোর নিয়ম মেনে ফ্র্যাঞ্চাইজিরা আমিরশাহি রওনা হলেও দূরে সরিয়ে রাখা গেল না করোনা সংক্রমণ। কারন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অন্তত ১০ জন ক্রিকেটার। ক্রিকেটাররা ওদেশে পৌঁছে কোয়ারান্টাইনে থাকলেও চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্যের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। সূত্র মারফৎ চেন্নাই শিবিরে করোনা পজিটিভের খবর যথাযথ বলে জানা গেলেও এখনও করোনা আক্রান্তদের নাম জানা যায়নি। তবে এটা নিশ্চিত, করোনা পজিটিভ সদস্য দুবাইয়ে দলের সঙ্গেই রয়েছেন। চেন্নাইয়ের একজন ভারতীয় পেসার করোনা আক্রান্ত বলে শোনা যাচ্ছে, যিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ম্যানেজমেন্টের সদস্য এবং সোশ্যাল মিডিয়া টিমের সদস্য করোনা সংক্রামিত বলে খবর। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে ১০ থেক ১২ জন করোনা পজিটিভ বলে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে চেন্নাইয়ের কোয়ারান্টাইনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ৬ দিনের কোয়ারান্টাইনের মেয়াদ ইতিমধ্যেই শেষ করেছিল সিএসকে। আজ শুক্রবারই তাদের অনুশীলন শুরু করার কথা ছিল। আমিরশাহি পৌঁছে ৬ দিনের মধ্যে তিনবার সকলের করোনা টেস্ট করার কথা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবারই চেন্নাইয়ের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের প্রত্যেকের চতুর্থ দফায় করোনা টেস্ট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *