করোনা : রাজ্যে সর্বোচ্চ রেকর্ড একদিনে আক্রান্ত ৫০৯ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে৷ তাতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৯৷ প্রতিদিন করোনা আক্রান্তের মৃতের ঘটনায় আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ এদিকে, বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ৫০৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ ৪৪৯৯ টি নমুনা পরীক্ষায় ওই করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷


স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এন্টিজেনে ৩২২১টি নমুনা পরীক্ষায় ৩৭২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিকে, ১২৭৮টি আরটিপিসিআর পরীক্ষায় ১৩৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিকে, জেলা ভিত্তিক আক্রান্তের হিসেবে উনকোটিতে ৪৭ জন, উত্তর ত্রিপুরায় ৩০জন, ধলাইতে ৬৩ জন, খোয়াইতে ৪৪ জন, পশ্চিম ত্রিপুরায় ২০৫ জন, সিপাহীজলায় ৫৫ জন, দক্ষিণ ত্রিপুরা ২৪ জন এবং গোমতী জেলায় ৪১ জন কোভিড-১৯ পজেটিভ রয়েছেন৷

ত্রিপুরায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে করোনার৷ গতকাল ৩৮৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তাতে এখন পর্যন্ত মোট ৯৯২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷
সম্প্রতি ত্রিপুরায় সংক্রমণের তুলনায় সুস্থতার হারে নিম্নগামী প্রবণাতা দেখা যাচ্ছে৷ স্বাভাবিকভাবেই বিষয়টি উদ্বেগের বলে মেনে নিয়েছেন খোদ চিকিৎসকরা৷ ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনাকে কোনওভাবেই খাটো করে দেখার সুযোগ নেই৷ এদিকে ২৪ ঘণ্টায় আরও দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৫৷
ত্রিপুরায় জেলাভিত্তিক সংক্রমণের তথ্যে দেখা গেছে, গতকাল পর্যন্ত পশ্চিম ত্রিপুরায় সবচেয়ে বেশি, ৩,১৯০ জন, ধলাই জেলায় ৯৩৩ জন, গোমতি জেলায় ১,৪২২ জন, খোয়াই জেলায় ৭৯৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৯৩৪ জন, সিপাহিজলা জেলায় ১,৫৩৭ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬৩৬ জন এবং ঊনকোটি জেলায় সবচেয়ে কম ৪৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷
স্বাস্থ্য দফতরের জারিকৃত মিডিয়া বুলেটিনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ৭০,১৩৫ জন করোনা আক্রান্ত সন্দেহে নজরদারিতে ছিলেন৷ তাদের মধ্যে ১৪ দিন সময়সীমা অতিক্রম করেছেন ৬৬,৪২২ জন৷ বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন ৩৩৯৩ জন এবং প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৩২০ জন৷ এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ২,৫৮,০৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, ২,৫৭,০১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১,৩০,৯৫৮টি এবং অ্যান্টিজেন টেস্ট হয়েছে ১,২৬,০৬০টিঊ স্বাস্থ্য দফতরের রিপোর্টে দাবি করা হয়েছে, আরটি-পিসিআর টেস্টে ৩৮৫০ এবং অ্যান্টিজেন টেস্টে ৬০৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ত্রিপুরায় আছেন ৯৯০৮ জন৷ ১৯ জন করোনা আক্রান্ত বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া ৬৮০৯ জন এখন পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়েছেন৷ ফলে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৭৭৷ এদিকে, ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এর মধ্যে আজ চার জনের মৃত্যু হয়েছে৷ ফলে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃতের হার ০.৯০ শতাংশ৷ এছাড়া, ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমণের হার ৩.৮৬ শতাংশ, সুস্থতার হার ৬৯.০৩ শতাংশ এবং প্রতি লাখে পরীক্ষা হচ্ছে ৬৪,২৯৷