গুয়াহাটি, ২৭ আগস্ট (হি.স.) : আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরপূর্ব এলপিজি পরিবহণ সংস্থা। তাদের এই ধর্মঘটের ডাক দেওয়ায় অসম তথা গোটা উত্তর-পূর্বাঞ্চলে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্থানীয় বিরোধী নীতি গ্রহণ করার প্রতিবাদে নর্থ-ইস্ট এলপিজি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) গুয়াহাটির পরিবর্তে কলকাতা থেকে আগের তুলনায় ২০ শতাংশ কম হারে রান্নার গ্যাস পরিবহণের জন্য টেন্ডার আহ্বান করবে বলে এক খবর পেয়ে শঙ্কিত হয়ে পড়েছে সংস্থা। আইওসি-র এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তা হলে স্থানীয় পরিবহণ ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। এছাড়া আইওসি-র টেন্ডার আহ্বানকারী কাৰ্যালয় গুষ়াহাটি থেকে কলকতায় নিয়ে যাওয়ার তোড়জোড় চালানো হচ্ছে। আইওসি-র এ সব সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে রান্নার গ্যাস ট্যাংকার তথা সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সংস্থা।
অনির্দিষ্টকালের ধর্মঘটে অসমের মির্জা, উত্তর গুয়াহাটি, বঙাইগাঁও, তিনসুকিয়া, দুলিয়াজান, গোপানারী, শেকমাই, শিলচরের বড়খলা, নাগাল্যান্ডের ডিমাপুর এবং ত্রিপুরায়ও রান্নার গ্যাস সিলিন্ডার বটলিং প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় স্বার্থবিরোধী নীতি প্রত্যাহার না করা পর্যন্ত সংস্থা ধর্মঘট অব্যাহত রাখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কাউকে তারা গ্যাস সরবরাহ করতেও দেবে না জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে।