নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি. স.) : করোনা কালে স্কুল-কলেজ সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক। পড়ুয়াদের সুরক্ষার নিশ্চয়তার বিষয়ে আশ্বস্ত হওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাস থেকে করোনা আতঙ্কের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে।
এ বিষয়ে অভিভাবক, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে।আর কতদিন এইভাবে চলবে তা নিয়ে চিন্তিত সমাজের সিংহভাগ অংশ। এই প্রসঙ্গে সকলকে আশ্বস্ত করে এবং সমস্ত জল্পনার ওপর জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন কেন্দ্রের কাছে পড়ুয়াদের নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে গুরুত্ব। তারপর শিক্ষা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। তাদের পরামর্শ মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি করোনা পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে। উল্লেখ করা যেতে পারে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক পর্ব চার।ফলে স্কুলে-কলেজে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমন কি জুন মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিলেন।