নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ মুমূর্ষ রোগীদের জন্য টুকিলিজুমাব ওষুধ ব্যবহারের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর৷ পরীক্ষামূলক ভাবে এই ওষুধ ব্যবহার করায় ইতিবাচক ফলাফল মিলেছে৷ তাই, স্বাস্থ্য দপ্তর এই টুকিলিজুমাব ওষুধের ৫০টি বোতল অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন, টুকিলিজুমাব ৫০টি ইনজেকশনের জন্য প্রতিটির দাম ৩০ হাজার টাকা করে৷ টুকিলিজুমাব ওষুধটি মূলত সাইকোটাইকান রোগীদের দেওয়া হয়৷ রাজ্যে তা সফল পরীক্ষা হয়েছে বলেই স্বাস্থ্য দপ্তর আরও টুকিলিজুমাব ওষুধ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে৷