ইমফল, ২৬ আগস্ট (হি.স.) : মণিপুরে আসাম রাইফেলসের জওয়ানরা কেবল জঙ্গি বিরোধী অভিযানে নিয়োজিত নয়, পাশাপাশি তাঁরা সর্বনাশা ড্ৰাগসের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছেন। এ রকম এক অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার নেশার ট্যাবলেট ইয়াবা বাজেয়াপ্ত করেছেন আসাম রাইফেলসের জওয়ানরা।
রাজ্য পুলিশের জনৈক পদস্থ আধিকারিক বুধবার এই খবর দিয়ে জানান, গতকাল মাও এলাকার কাছে আসাম রাইফেলসের মরম ব্যাটালিয়নের টহলকারী এক দল চলমান গাড়িতে তালাশি চালিয়ে দুই নেশা পাচারকারীকে আটক করে। তাদের হেফাজত থেকে কার্টুন ভরতি বহু সাবানের কেসে নেশার ট্যাবেলট ইয়াবা বাজেয়াপ্ত করা হয়। তবে ধৃত দুজনের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিকটি। জানান, ধৃত দুই নেশা দুই নেশা দ্রব্য পাচারকারীকে বমাল মাও থানায় সমঝে দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।