ইটানগর, ২৬ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে একদিনে ১০০ নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে| তাদের মধ্যে দুজন করে ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং সাত জন অসম থেকে অরুণাচলে ফিরেছেন| শুধু তা-ই নয়, নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন নিরাপত্তা কর্মী ও একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন| এ নিয়ে অরুণাচল প্রদেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪১২ জনে|
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চাংলাঙে ১৩ জন, মিয়াও টাউনশিপে সাতজন এবং টিকে ইঞ্জিনিয়ারিঙের চারজন শ্রমিক রয়েছেন| এদিকে, ইটানগরে সবচেয়ে বেশি ২৩ জনের সন্ধান মিলেছে| এছাড়া পূর্ব সিয়াঙে ১৬ জনের মধ্যে ১৫ জন সেনা জওয়ান এবং একজন ট্রাক চালক রয়েছেন|
স্বাস্থ্য দফতরের আধিকারিকের কথায়, রাজস্থান, উত্তরাখণ্ড থেকে একজন করে এবং অসম ফেরত দুজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে| লংদিং জেলায় দুই করোনা আক্রান্ত অসম এবং নাগাল্যান্ড থেকে ফিরেছেন| অসম ফেরত করোনা আক্রান্তের সংস্পর্শে অপর একজন সংক্রমিত হয়েছেন| নামসাই জেলায় করোনায় আক্রান্তও অসম থেকে ফিরেছেন| এমন-কি, পাপুমপারে জেলায় দুই করোনা আক্রান্ত অসম থেকে ফিরেছেন|
আজ অরুণাচলে ৮১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন| সবমিলিয়ে ২৫০৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন| পাঁচ জনের মৃত্যু হয়েছে| বর্তমানে অরুণাচল প্রদেশে ৮৯৯ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন|