নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি. স.): কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী ড. হর্ষবর্ধন বুধবার জানিয়েছেন ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই লক্ষ্যে পৌঁছতে গেলে রাজ্য সরকারগুলির তরফ থেকেও সহযোগিতা প্রয়োজন। দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আয়ুষ্মান ভারত, ইট রাইট, ফিট ইন্ডিয়া, হেলথ ফর অল, টেলিমেডিসিনের মতন প্রকল্প শুরু করা হয়েছে। রাজস্থান ভেলবাদ এবং ভরতপুরে মেডিকেল কলেজ ভবন। এছাড়াও বিকানির, উদয়পুর এবং কোটা মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবনের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া জেলাগুলিতে ৭৫টি মেডিকেল কলেজ হাসপাতাল খোলার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যগুলির মধ্যে সবার আগে প্রস্তাব পাঠিয়েছিল রাজস্থান। তাই এই রাজ্যে ১৫ টি মেডিকেল কলেজ খোলা হবে। রাজস্থানে যে করোনা চিকিৎসা ভালোভাবে হচ্ছে তারা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, গোটা দেশজুড়ে ১৫৭টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল খোলার অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন করোনা মোকাবিলায় অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক ভালো করেছে রাজস্থান। এমনকি গ্রামেও স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে যাওয়ার কারণে করোনা গ্রামাঞ্চলে খুব একটা বেড়ে যায়নি।