আগরতলা, ২৪ আগস্ট (হি. স.)৷৷ করোনা আক্রান্ত বিজেপি বিধায়িকা মিমি মজুমদারের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে৷ তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে বলে চিকিৎসক-রা জানিয়েছেন৷ জানা গিয়েছে তাঁর রক্তস্বল্পতা দেখা দিয়েছে৷
গত শনিবার ত্রিপুরার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদারের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ সাথে তাঁর স্বামীর রিপোর্টও পজিটিভ এসেছিল৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ওইদিনই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন এবং অক্সিজেন দেন৷ তাতে, তিনি কিছুটা সুস্থ অনুভব করায় বিধায়িকা ও তাঁর স্বামী-কে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা৷ গতকালকে দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল৷ কিন্তু, আজ দুপুরের পর থেকে পুনরায় বিধায়িকার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷ সঙ্গে সঙ্গে জি বি কোভিড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসক-রা জানিয়েছেন, বিধায়িকা-কে অক্সিজেন দেওয়া হয়েছে৷ শীগ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত তিনজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে মিমি মজুমদার-র অবস্থা কিছুটা সঙ্কটজনক হয়েছে৷ বাকি দুই বিধায়ক করোনা আক্রান্ত হলেও তারা দ্রুত সুস্থ হয়েছেন৷