ঢাকা, ২৫ আগস্ট (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দিলীপ কুমার সাহা। সোমবার রাতে রাজধানী ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়েছেন অন্যান্য বিজ্ঞানীরা।
করোনার ছোবলে ক্রমশই মৃত্যুমিছিল দীর্ঘতর হচ্ছে বাংলাদেশে। গত ২৪ ঘন্টায় আরও ৪২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন ৩ হাজার ৯৮৩ জন। পাশাপাশি নতুন করে আরও ২ হাজার ৪৮৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছুঁইছুঁই। এদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৮৩ জন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম জাকারিয়া জানিয়েছেন, চার দিন আগেই ঢাকার এক বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় দিলীপ সাহার করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরেই চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে-ধীরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।’