চিকিৎসক হেনস্তা মামলায় সহকারী সরকারি আইনজীবীর জামিন মঞ্জুর

আগরতলা, ২৪ আগস্ট (হি.স.)৷৷ চিকিৎসক হেনস্তা মামলায় গ্রেফতার সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে-র জামিন আবেদন আজ সোমবার ত্রিপুরা হাইকোর্ট মঞ্জুর করেছে৷ ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন৷


এ-বিষয়ে সরকারি আইনজীবী রতন দত্ত জানিয়েছেন, চিকিৎসক হেনস্তা মামলায় আজ ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ধৃত করণজিৎ দে-র জামিনের আবেদনের উপর শুনানি সম্পন্ন হয়েছে৷ তিনি বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ সাথে টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসি-তে বয়ান লিপিবদ্ধ হয়েছে৷ আজ আদালতে পুলিশ কেস ডায়েরিও জমা দিয়েছে৷ তাই আদালত করণজিৎ দে-র জামিনের আবেদন মঞ্জুর করেছে৷


করণজিৎ দে-র কেঁসুলি রাজীব সাহা জানিয়েছেন, ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে আদালত তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করেছে৷ সাথে তদন্তে পুলিশকে সহায়তা, কোনও প্রভাবিত না করা, পালিয়ে না যাওয়ার শর্ত জুড়ে দিয়েছে আদালত৷ রাজীববাবু জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট নিম্ন আদালতে তাঁর মক্কেলের রিমান্ডের উপর শুনানি হবে না৷ ওই মামলায় ধৃত বাকি তিনজনের রিমান্ড নিয়ে শুনানি হবে৷ তবে ওই সময় তাঁরাও হাইকোর্টে আবেদন জানালে তাঁদের জামিন মঞ্জুর হতেও পারে৷
প্রসঙ্গত, কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকের ওপর থুতু ফেলা এবং দুর্ব্যবহারের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছিল৷ ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল৷ পুলিশ সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে সহ চারজনকে গ্রেফতার করেছিল৷ আদালতের নির্দেশে তাঁদের টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসিতে বয়ান রেকর্ড করা হয়েছে৷ পুলিশ আদালতে কেস ডায়েরিও জমা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *