নতুন দিল্লি, ২৪ অগাস্ট (হি. স.): মঙ্গলবার ২৫ অগাস্ট মধ্যপ্রদেশে ৩৫ টি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস হবে। ৯৪০০ কোটি টাকার ১১৩৯ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্প ওই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্পগুলি সহায়ক ভূমিকা নেবে।উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন, মহাসড়ক এবং এমএসএমই মন্ত্রী নীতিন গড়করি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ভার্চুয়াল অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এই খবর জানিয়ে পিআইবি বলেছে, সড়কগুলি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসায়িক সুবিধা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে।
প্রকল্পগুলির নাম, দূরত্ব এবং খরচের সংক্ষিপ্ত বিবরণ নীচে দেওয়া হল: ১) জাতীয় মহাসড়ক -৯৩৪ এর কাটিন-বীণা অংশের ওপর সেতু ভারতম প্রকল্পে কলর সড়ক। ২) জাতীয় মহাসড়ক -৯৩৪ এর সাগর-খুরাজ-বিনা অংশের ওপর সেতু ভারতম প্রকল্পের অধীনে ২ লেনের সড়ক সেতু নির্মাণ। প্রকল্পের খরচ ৬৬. ৪৯ কোটি টাকা। ৩) জাতীয় মহাসড়ক -৫৩৯ এর বেতওয়া নদীর ওপর সেতু নির্মান. প্রকল্পের খরচ ২৪.৬৬ কোটি টাকা। ৪) জাতীয় মহাসড়ক –৪৭ এর ওপর ইন্দর বেতুল অংশে শিপ্রা নদীর ওপর সেতু নির্মাণ. প্রকল্পের খরচ ৯.৩৬ কোটি টাকা। ৫) জাতীয় মহাসড়ক -৪৫ এ জাবালপুর-দিনোরি সেকসানের ৬ নম্বর দুর্বল সেতুটির পুনর্নিমাণ. প্রকল্পের খরচ ২৬.০২ কোটি টাকা। ৬) ইন্দর-বেতুল সড়কের শক্তিশালীকরার কাজ। প্রকল্পের খরচ ৬১৪.০৩ কোটি টাকা। ৭) জাতীয় মহাসড়ক -৫৬৪? এর আম্বুয়া থেকে দাহুদ সড়কের শক্তিশালী করার কাজ।এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৫৮ কোটি টাকা ৮) ৫৮ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহাসড়ক -৪৩ এর ওপর গুলগঞ্জ-আমনগঞ্জ-পাওয়াই-কাটনী সড়কের শক্তিশালী করার কাজ. ৯) টিকমগড়-প্রথভিপুর-ওর্ছা সড়কের শক্তিশালী করার কাজ. ১০) দিনারা-পিছর সড়কের শক্তিশালী করার কাজ. ১১) সওয়াই মধেপুর-শেওপুর-গরাস-শ্যামপুর সড়কের শক্তিশালীকরণের কাজ. ১২) ইন্দর-হার্দা সড়কের নানাসা থেকে পিদ্গাওঁ পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণ. ১৩) হার্দা থেকে তেমগাওঁ পর্যন্ত ৪ লেনের সড়ক. ১৪) চিচলি থেকে বেতুল পর্যন্ত ৪ লেনের সড়ক. ১৫) কাটনী বাই পাশের ৪ লেন করার কাজ. ১৬) জাতীয় সড়ক -১৪৬ এর সাঁচি-সাগার সেকসানে ২ লেন করার কাজ. ১৭) ১৩৫ বি জাতীয় মহাসড়কে রেওয়া-সিরমৌর সড়কের ২ লেনের কাজ. ১৮) ৩৪ নম্বর জাতীয় সড়কের ছত্তারপুর-বরাদের অংশে সেতু নির্মাণ. ১৯) ১৪৬ নম্বর জাতীয় সড়কে ভোপাল-সাঁচি-সাগর অংশে ধাসান নদীর ওপর সেতু নির্মাণ. ২০) ৩৪ নম্বর জাতীয় সড়কেএম পি / ইউ পি সীমান্ত অঞ্চলে কালভার্ট এবং ছোট সেতুর পুনর্নির্মাণ. ২১) ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর সাগর-ছত্তারপুর সড়কে ২ লেন করার প্রকল্প. ২২) ৭৫২ বি নম্বর জাতীয় সড়কে খিলচাপুর জিরাপুর অংশের ২ লেন করার কাজ. ২৩) ৭৫২ বি নম্বর জাতীয় সড়কে বিয়রা মাকসুদানগড় সড়কের শক্তিশালী করার কাজ. ২৪) ৩৪৭ বি নম্বর জাতীয় সড়কে আঞ্জাদ-থিকারি সড়কের শক্তিশালী করার কাজ. ২৫) ৪৫ নম্বর জাতীয় সড়কের ওপর জব্বলপুর- কুন্ডুম-শাহপুর-দীন্দরী সড়কের শক্তিশালী করা. ২৬) ৩৪ নম্বর জাতীয় সড়কের রেওয়া থেকে মাহিয়ার পর্যন্ত সড়কের ৪ লেন করার কাজ. ২৭) ৩০ নম্বর জাতীয় সড়কের ওপর মাহিয়ার থেকে কাটনী এবং কাটনী থেকে শ্লীমনাবাদ পর্যন্ত সড়কের ৪ লেনের প্রশস্ত করার কাজ. ২৮) ৩০ নম্বর জাতীয় সড়কের ওপর শ্লীমনাবাদ থেকে জব্বলপুর পর্যন্ত সড়কের ৪ লেনের কাজ. ২৯) ৩০ নম্বর জাতীয় সড়কের এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর জব্বলপুর থেকে লাখ্ণাডোণ পর্যন্ত ৪ লেনের সম্প্রসারণের কাজ. ৩০) ৫২ নম্বর জাতীয় সড়কের ওপর বাযোরা-পাচৌরি-সারাঙ্গপুর-মাক্সি-ডেয়সের সড়কের ৪ লেনের সম্প্রসারণের কাজ. ৩১) লালঘাটী থেকে মুবারকপুর সড়কের ৪ লেনের সম্প্রসারণের কাজ. ৩২) ভূপাল-সাঁচি সড়কের বাকি কাজ. ৩৩) ৪৬ নম্বর জাতীয় সড়কের ওপর নয়াগাওঁ থেকে সতনওয়রদা পর্যন্ত ৪ লেনের কাজ. ৩৪) ৪৬ নম্বর জাতীয় সড়কের গ্বালিয়র-শিবপুরী অংশের ৪ লেনে সম্প্রসারণের কাজ. ৩৫) সিমারিয়া টেকরি থেকে হরিপুরা তিরাহা সড়কের ৪ লেনের সম্প্রসারণের কাজ।
ভাল সড়ক নির্মাণ হলে যাত্রী ও পণ্য পরিবহনের সময় ও খরচ কমে।একই সঙ্গে মসৃণভাবে যান চলাচল করলে বায়ু দূষণ হ্রাস পায়।. প্রস্তাবিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী তাভার চাঁদ গেহলট এবং নরেন্দ্র সিংহ তোমার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেল, ফগ্গন সিংহ কুলস্টে, জেনারেল (ড 🙂 ভি কে সিংহ এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক ও কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন।