শ্রী গনেশের আরাধনায় মুখ্যমন্ত্রী চাইলেন করোনা থেকে দ্রুত মুক্তি

আগরতলা, ২২ আগস্ট (হি. স.)৷৷ করোনার প্রকোপে গনেশ চতুর্থী আড়ম্বরহীন ভাবেই পালিত হচ্ছে ত্রিপুরায়৷ উৎসবের মরশুমে আনন্দ ফিকে হলেও যথাযােগ্য শ্রদ্ধায় আজ সন্ধ্যায় গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে জগন্নাথ বাড়ি সংলগ্ণ স্থানে শ্রী শ্রী গণেশ পূজো অনুষ্ঠিত হয়৷ এই পূজো এবছর সপ্তম বর্ষে পা দিয়েছে৷ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি গণেশ দেবতার চরণে আশীর্বাদ প্রার্থনা করেন ও রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন৷


উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গণেশ চতুর্থীতে আমরা সমৃদ্ধির জন্য আরাধনা করি৷ গণেশ দেবতা সমৃদ্ধির দেবতা৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধি আগের চাইতে যাতে আরও বেশি হয় তার জন্য আশীর্বাদ চেয়েছি গণেশ দেবতার কাছে৷ তাঁর দাবি, করোনার মােকাবিলা করে রাজ্যবাসী ত্রিপুরার অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছেন৷ স্বল্প সময়ে করোনা পরাস্ত করে আমরা যাতে এগিয়ে যেতে পারি রাজ্যবাসীর পক্ষে গণেশ দেবতার কাছে এই প্রার্থনাই করেছি৷গণপতি সামাজিক সংস্থার গণেশ চতুর্থীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ রেবতী মােহন ত্রিপুরা, বিধায়ক রতন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ডা. মানিক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *