BRAKING NEWS

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ আগস্ট (হি.স.):  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভোট বৈতরণী পার হতে চাইছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শনিবার থেকে শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ভোটের প্রচার ‘ফোর ইয়ার মোর’ । প্রচারের সূচনা হয়েছে  একটি ভিডিওর মাধ্যমে । সেখানেই ‘ভিডিয়ো ক্যাম্পেনিং’-এ তুলে ধরা হয়েছে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা ও  হিউস্টনে নরেন্দ্র মোদীর বক্তৃতার অংশ। মুলত প্রবাসী ভারতীয়দের মন পেতেই এই প্রয়াস ।

ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয় ভোটদাতাদের প্রভাবিত করার উদ্দেশে ট্রাম্পের এই প্রচার কর্মসূচিতে দুই রাষ্ট্রনেতার সাম্প্রতিক কালের দু’টি সভার ফুটেজ ঠাঁই পেয়েছে। রয়েছে দু’জনের বক্তৃতাও। প্রচারের দায়িত্বপ্রাপ্ত ট্রাম্প ভিকট্রি ফিনান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি গিলফয়েল রবিবার বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের বরাবরই খুব ভাল সম্পর্ক। ভারতীয়-মার্কিনদের মধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিয়োটি।’’

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয় মোদী। ২০১৫ সালে ম্যাডিসন স্কোয়ার ও ২০১৯ সালে সিলিকন ভ্যালিতে তাঁর অনুষ্ঠানে মানুষের উন্মাদনা দেখেই তা টের পাওয়া গিয়েছিল। হিউস্টনে তাঁর ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ৫০,০০০ ভারতীয়। সেই জনপ্রিয়তাকেই এখন ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *